About Us

AboutUs

Parcel Trade International বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান। আমরা সরাসরি চীন থেকে পণ্য পরিবহন করি। এখন বাংলাদেশের যেকোনো কোম্পানি বা ব্যক্তি লাইসেন্স ছাড়াই এবং কাস্টমসের ঝামেলা ছাড়াই চীন থেকে সরাসরি পণ্য আমদানি করতে পারবেন আমাদের Door to Door শিপমেন্ট সার্ভিসের মাধ্যমে। আমরা উদ্যোক্তাদের সহায়তা করি যাতে তারা সরাসরি চীনের ফ্যাক্টরি ও লোকাল মার্কেট থেকে পণ্য আমদানি করতে পারেন। নির্ভরযোগ্য কার্গো পরিবহন, কাস্টমস ক্লিয়ারেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং এবং এক্সপোর্ট সার্ভিসের মাধ্যমে আমরা ইতিমধ্যেই একটি শক্তিশালী সুনাম অর্জন করেছি। আমরা আমাদের অঞ্চল সম্পর্কে সবচেয়ে ভালোভাবে জানি। সবাই জানে, প্রতিটি গ্রাহকের আলাদা চাহিদা থাকে এবং প্রত্যেকে চায় নির্ভরযোগ্য, সাশ্রয়ী সেবা—কিন্তু খুব কম প্রতিষ্ঠানই তা দিতে পারে।
Parcel Trade International আপনাকে সেই সুবিধাই দিচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আর আপনার ব্যবসাকে এগিয়ে নিন আরও এক ধাপ। আমাদের দক্ষ টিম এবং শক্তিশালী নেটওয়ার্ক আপনাকে দিচ্ছে ব্যাপক, নমনীয় ও কার্যকর সেবা। আমাদের গ্রাহকের তালিকায় রয়েছে স্থানীয় ব্যবসা, আঞ্চলিক গ্রুপ, আন্তর্জাতিক কর্পোরেশন, সরকারি প্রতিষ্ঠান এবং এনজিও। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই গ্রাহক সন্তুষ্টিকে এবং ক্রমাগত আমাদের সেবা উন্নত করছি।
তাই, আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং বৈশ্বিক বাজারে যুক্ত হতে চান, তবে দেরি কেন? আপনার ব্যবসার স্বপ্ন পূরণে আমাদের সুযোগ দিন। Parcel Trade International আছে আপনার পাশে, Door to Door সার্ভিসের মাধ্যমে আপনার ব্যবসাকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে এবং আপনাকে আলাদা করে তুলতে।

Seamless Supply Chain

Logistic an implement control efficient

Reliable Distribution

Logistic an implement control efficient

Need Help?

(09617)-576729